ABP News

Nadia News : নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল হাইকোর্ট

Continues below advertisement

ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারিতে জেলা জজ । গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল হাইকোর্ট । 'উৎসব শেষ না হওয়া পর্যন্ত ৩দিন অন্তর রিপোর্ট দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে' । 'কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি SP-কে নির্দেশ দেবেন বিচারকই' । 'প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজই' । এমনিতে জেলা জজদে র কথা শোনেন না পুলিশ সুপাররা: হাইকোর্ট । 'আদালতের নির্দেশ, পুলিশ-প্রশাসনের তৎপরতায় কেটেছে সমস্যা' । নদিয়ার বৈরামপুরে SC-দের শিবমন্দিরে ঢোকা নিয়ে দাবি রাজ্যের । হাইকোর্টের নির্দেশে মন্দিরে প্রবেশের অনুমতি, কৃষ্ণনগরে উচ্ছ্বাস । আবির খেলে, ঢাক বাজিয়ে জেলা শাসকের দফতরের সামনে উৎসব । জেলা শাসকের কাছে সামাজিক ন্যায় মঞ্চের তরফে স্মারকলিপি। 'কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি SP-কে নির্দেশ দেবেন বিচারকই' । 'প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজই' । বলছে হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram