Calcutta High Court: সন্দেশখালি থেকে ভূপতিনগর, হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটের(lok sabha election)  মুখে হাইকোর্টে(high court) রাজ্যের(west bengal) জোড়া ধাক্কা। সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই(cbi)। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের। ভোটের মুখে সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। জমি দখল থেকে ধর্ষণের অভিযোগ, সব মামলার তদন্তে সিবিআই। ইডির ওপর হামলা-সহ বাকি সব মামলার তদন্তে সিবিআই। সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ। সিবিআইকে পোর্টাল তৈরির নির্দেশ হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসি ক্যামেরা ও এলইডি আলো বসানোর নির্দেশ। সন্দেশখালির (sandeshkhali)ঘটনায় সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। ২ মে পরবর্তী শুনানি, সেদিন রিপোর্ট দেবে সিবিআই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram