Suvendu Adhikari: হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন শুভেন্দু।২৯ জানুয়ারি পর্যন্ত পদক্ষেপ নয়

Continues below advertisement

ABP Ananda LIVE : হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী। ২৯ জানুয়ারি পর্যন্ত পদক্ষেপ নয়। বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় CAPF ও রাজ্যের কাছে রিপোর্ট তলব। 

 

'এই জমায়েতের জন্য অনুমতি নেয়নি', আশা কর্মী-পুলিশি ধস্তাধস্তি নিয়ে কী জানালেন ডিসি সেন্ট্রাল?

স্বাস্থ্যভবন অভিযানে পুলিশের বাধা, ধর্মতলায় মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্যজুড়ে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড়। ব্যারিকেড ভাঙার চেষ্টা। আশাকর্মীদের বিক্ষোভে এভাবেই ছড়াল উত্তেজনা। 

কোথাও ব্যারিকেডের লৌহকপাটের উপরেই উঠে গেলেন আশাকর্মীরা। কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হল ব্যারিকেড। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেনটিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ-একাধিক দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। 

আশা কর্মীদের দাবি, তাঁদের দাবিদাওয়া শোনার জন্য বুধবার স্বাস্থ্য ভবনে সময় দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু, আশাকর্মীদের অভিযোগ, তাঁদের রুখতে আগে থেকেই স্টেশনগুলিতে তেড়েফুঁড়ে নামে পুলিশ ও GRP। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে, ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola