Calcutta High Court: গ্রুপ ডি ঐক্য মঞ্চকে মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: গ্রুপ ডি ঐক্য মঞ্চকে নবান্ন বাস স্ট্যান্ডের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসার নির্দেশ । ১১ থেকে ১৩ নভেম্বর মন্দির তলায় মঞ্চ গড়ার বিকল্প জায়গা দিল হাইকোর্ট । ধর্না থেকে ৫ জন স্মারকলিপি নিয়ে মুখ্যসচিবের কাছে যেতে বলেও নির্দেশ বিচারপতির ।

আরও খবর...

ফের দুবরাজপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গত ৩ দিনে এই নিয়ে ২ বার একই অভিযোগ। এবার বাড়িতে ঢুকে এক তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গতকাল বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। তরুণীর চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আর জি কর কাণ্ডের পর ৯০ দিন কাটতে চলেছে। এখনও পর্যন্ত সুরাহা হয়নি। বিচার পাননি নির্যাতিতার পরিবার। সেই আবহে পশ্চিমবঙ্গ থেকে আর জি কর মামলা সরিয়ে নিয়ে যাওয়ার দাবি উঠছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও সেই দাবি উঠল। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র মামলা সরানোর অনুরোধ গৃহীত হল না শীর্ষ আদালত। এতে নিম্ন আদালতের কাজকর্ম নিয়ে সন্দেহের পরিবেশ তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। (RG Kar Case Hearing) 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram