Jhalda Municipality: ঝালদা পুরসভা নিয়ে ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের | ABPAnandaLIVE

Continues below advertisement

Ananda Khobor seg2: ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে ফের ধাক্কা রাজ্যের, পূর্ণিমা কান্দুই (Purnima Kandu) আপাতত চেয়ারপার্সন। আপাতত ভাইস চেয়ারপার্সন পূর্ণিমা কান্দুকে চেয়ারপার্সন হিসেবে কাজ চালানোর নির্দেশ । ১০ ফেব্রুয়ারি ঝালদা পুরসভা নিয়ে ফের হাইকোর্টে শুনানি। কার্যকর হবে না মহকুমা শাসকের নির্দেশ, ঝালদা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। শপথ নেওয়ার ৪দিনের মধ্যেই দলত্যাগ বিরোধী আইনে চেয়ারপার্সনের কাউন্সিলর পদ খারিজ। কাউন্সিলর পদ খারিজের নির্দেশিকা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ শীলা চট্টোপাধ্যায় (Shila Chatterjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram