Bogtui Case : লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের

Continues below advertisement

বগটুই মামলায় আদালতে স্বস্তি মিলল না  সিবিআইয়ের (CBI)। লালন শেখের (Lalan Sheikh) অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। যদিও সিআইডির হাত থেকে তদন্ত গেল সিটের হাতে। বগটুইকাণ্ডের তদন্তে সিট গঠন করল আদালত। রাজ্যে কর্মরত আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন হাইকোর্টের। 'নিজের পছন্দমতো অফিসারদের টিমে নিযুক্ত করতে পারবেন প্রণব কুমার', বর্তমান কোনও তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়ায় থাকতে পারবেন না, নির্দেশ আদালতের। এক সপ্তাহের মধ্যে সিট গঠনের নির্দেশ। কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিট। নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোনও রিপোর্ট পেশ করতে হবে না সিটকে। রাজ্যের কাছেও কোন রিপোর্ট পেশ করতে হবে না'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram