High Court : ১৬ অগাস্টের মধ্যে নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। Bangla News
Continues below advertisement
নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ। ‘নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ?’, প্রশ্ন হাইকোর্টের বিচারপতির। ‘এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?’, তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের বিচারপতির। আগামী ১৬ অগাস্টের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ।
‘এখনই সম্পূর্ণভাবে খুলছে না এসএসসির ডেটারুম’, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘নতুন তালিকা প্রকাশ এবং অন্য আদালতের নির্দেশ পালনের জন্য’,‘সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি’, ‘নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে’, ‘সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে’, ‘তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেব এসএসসি’, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির।
Continues below advertisement
Tags :
Teacher ABPAnanda #ABPAnandaLive CalcuttaHighCourt Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর RecruitmentScam