Jyotipriya Mallick: কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়ের চিকিৎসায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
আলিপুরের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) চিকিৎসা নিয়ে কোন হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র। কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র। (Command Hospital)
Tags :
Kolkata News Bangla News Command Hospital ABP Ananda LIVE ABP Ananda Digital Calcutta High Court ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS