Nirapada Sardar: আদালতে ফের ধাক্কা রাজ্যের, সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন নিরাপদ সর্দার

Continues below advertisement

আদালতে ফের ধাক্কা রাজ্যের। সন্দেশখালি মামলায় (Sandeshkhali Case) নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার (Nirapada Sardar)। আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে, জানিয়ে দিল হাইকোর্ট। গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব। আজ জেল থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক মুক্ত না হলে আদালত অবমাননার নোটিস, মন্তব্য বিচারপতির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram