Kolkata High Court: গোবিন্দ যাদব খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, গ্রেপ্তার অভিযুক্তরা। ABP Ananda Live

Continues below advertisement

Barrackpore Police Commissionerate: হাইকোর্টে (High Court) ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলায় তড়িঘড়ি যুক্ত হল খুনের ধারা। গ্রেপ্তার সব অভিযুক্ত। রিপোর্ট দিয়ে জানাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)। গত বছর জুন মাসে বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বচসার ফলে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ABP Ananda Live    

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram