Barrackpore । ভাড়া চাইতে গিয়ে খুন, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কোর্ট, ব্যারাকপুর কমিশনারেটকে ভর্ৎসনা

Continues below advertisement

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে তীব্র ভর্ৎসনা বিচারপতি দেবাংশু বসাকের। 'কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হল। তারপর ফের তাঁকে নীচে এসে পেটানো হল। এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না!' ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও আইও-কে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতির। 'অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো কমিশনারকে পেশ করতে হচ্ছে! সিবিআই তদন্ত হওয়া উচিত, সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। কোনও সাফাই দেবেন না, আর একটা কথা বললে ডিজিপি-কে হাজিরার নির্দেশ দেব', গতবছর বাড়ি ভাড়া চাইতে গিয়ে খুন হন টিটাগড়ের গোবিন্দ যাদব। ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ ভাড়াটিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে। সরাসরি খুনের ধারা যুক্ত না করে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে তুলোধোনা হাইকোর্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram