Amherst Street: আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে আপাতত সায় নয়! মৃতদেহ SSKM-এ স্থানান্তরিত করার নির্দেশ
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে আপাতত সায় না দিলেও, মৃতদেহ SSKM-এ স্থানান্তরিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন, এখনও পর্যন্ত পুলিশ কোন অবৈধ পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করছি না। মৃতের পরিবার এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করতে পারে বলেও এদিন জানিয়েছেন তিনি।