Calcutta High Court: মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

Continues below advertisement

ABP Ananda Live: মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ৩০ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

 

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণূলের জাতীয় কর্মসমিতির সদস্য ও মন্ত্রী-সাংসদরা। দুই রাজ্যে ভোট পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে আলোচন। 'সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক। আলোচনা হবে ৬ বিধানসভার উপ নির্বাচনের ফল নিয়েও। দলের সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনার সম্ভাবনা'। 

গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছে নিউ ইয়র্কের জেলা আদালত। ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। গৌতম আদানি, তাঁর ভাইপো সাগপর সহ ৮ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram