Highcourt on I-PAC Case : হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের নথি সংরক্ষণের যুক্তি,ED-র দাবিতেই মান্যতা

Continues below advertisement

ABP Ananda LIVE : হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের নথি সংরক্ষণের যুক্তি। তৃণমূলের অভিযোগ খারিজ, ED-র দাবিতেই মান্যতা। 'তল্লাশিতে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি ED', তৃণমূলের মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল হাইকোর্ট। হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, ED-র দাবিতেই মান্যতা। নথি সংরক্ষণের তৃণমূলের মামলা নিষ্পত্তি, ED-র মামলা মুলতুবি। ফাইল ছিনতাইয়ের ED-র অভিযোগেই কার্যত মান্যতা হাইকোর্টের। 

আরও খবর...

কসবা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে চার্জ গঠন, প্রাক্তন TMCP মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গণধর্ষণের চার্জ

কসবা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে চার্জ গঠন। প্রাক্তন TMCP মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গণধর্ষণের চার্জ। মনোজিৎ মিশ্রের ২ সঙ্গী-সহ ৪জনের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় চার্জগঠন। 'গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, অপহরণের ধারা', অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় চার্জ গঠন করল কলকাতা পুলিশ। আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চার্জ গঠন। ২৭ জানুয়ারি থেকে শুরু বিচার প্রক্রিয়া, ওই দিনই প্রথম সাক্ষ্য গ্রহণ। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্য়ায়, জেব আহমেদ, নিরাপত্তারক্ষী পিনাকী বন্দোপাধ্যায়। কসবা ল'কলেজে গণধর্ষণকাণ্ডে চার্জ গঠন করল কলকাতা পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola