Mukul Roy: বিধানসভা ভোটের আগে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের
ABP Ananda LIVE: প্রথমে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। তারপর, বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জয়ী হয়ে, আবার সেই বছরই তৃণমূল শিবিরে গেছিলেন মুকুল রায়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র চেয়ারম্যানও হয়েছিলেন। এবার ৫ বছর পর মুকুলের বিধায়ক পদই খারিজ হয়ে গেল।
দলত্য়াগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই যে দলে ছিলেন মুকুল রায়। ২০১৭ সালের ৩ নভেম্বর তিনি যোগ দেন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে জিতে আসেন। কিনতু, ২০২১ সালের ১১ জুনই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের অফিসে দেখা যায় মুকুল রায়কে। এরপর বিতর্ক তৈরি হয় মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্য়ান করা নিয়ে। এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেনদু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। শেষ অবধি তাতেই ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট।