Kapil Sharma News : কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি! খালিস্থানপন্থী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ ।হামলার দায় স্বীকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডির । NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত হরজিৎ সিংহ লাড্ডি । কয়েকদিন আগেই কানাডায় কপিল শর্মার ক্যাফের উদ্বোধন । উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই কপিল শর্মার ক্যাফেতে হামলা! । কপিল শর্মার ক্যাফেতে হামলা, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই
তৃণমূল নেতার গাড়ির মধ্যে পার্টিতে বিজেপি নেত্রী !
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী! ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে পার্টি! গাড়িতে তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি নেত্রী দীপা বণিক । পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি । দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী । এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রী, ভিডিও ভাইরাল । ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই । ফাঁসানো হয়েছে, দাবি পঞ্চানন রায় ও দীপা বণিক দু'জনেরই । জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়ির মধ্যে চলছিল পার্টি । তৃণমূল নেতার গাড়ির পিছনের সিটে বিজেপি নেত্রী দীপা বণিক । বিজেপি নেত্রী দীপা বণিকের সামনেই রাখা মদের গ্লাস । গাড়ির বাইরে দাঁড়িয়ে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের