Canning Murder Update : ক্যানিং-খুন-কাণ্ডে মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে ভাঙচুর

Continues below advertisement

ক্যানিংয়ে তিনজন তৃণমূল নেতাকে রাস্তায় গুলি করে, কুপিয়ে খুনের ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যতম অভিযুক্ত রফিকুল সর্দার সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। এখনও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র উদ্ধার হয়নি।রাতভর তল্লাশি চালালেও ধরা পড়েনি FIR-এ নাম থাকা অভিযুক্তরা। ইতিমধ্যে ৩ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। শুধুই কি পুরনো শত্রুতা ও এলাকা দখল, নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  
পুলিস সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে,  নিহত স্বপন মাজিকে ২টি গুলি করা হয়েছিল। ভূতনাথ প্রামাণিকের শরীরে একটি গুলি মিলেছে। ঝন্টু হালদারের শরীরে কোনও গুলি মেলেনি।  

মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ক্যানিংয়ের ধর্মতলার বাড়ি গতকাল ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে দাবি, দেড় বছর আগে মাদক মামলায় ছাড়া পেয়ে বাড়িতে আসে রফিকুল। তবে গত ৫ মাস ধরে তিনি বাড়ি ছাড়া ছিল। গতকাল থেকে দু’দফায় রফিকুলের বাড়িতে পুলিশ গেলেও তার হদিশ মেলেনি। পরিবারের দাবি, রফিকুল তৃণমূল করত। রফিকুলের মায়ের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram