TMC: বিধায়ক সওকত মোল্লার ওপর 'হামলা', ক্যানিংয়ের জীবনতলা বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল | Bangla News

Continues below advertisement

বিধায়ক সওকত মোল্লার ওপর হামলার অভিযোগে ক্যানিংয়ের জীবনতলা বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা শুক্রবার অভিযোগ করেন, তাঁকে খুন করার চক্রান্ত চলছে। নেপথ্যে আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। বিধায়কের দাবি, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আশরফ মোল্লা নামে এক অভিযুক্ত ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন। বিধায়কের দাবি, গোপন সূত্রে জানতে পারেন, তাঁকে খুনের জন্য পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হবে। এরপর ভাঙড়ের একটি আমবাগান থেকে একটি গাড়ি আটক করা হয়। যার ভিতরে মেলে পুলিশ লেখা স্টিকার। পরিকল্পনামাফিক আইএসএফ নেতাকে ফাঁসানো হয়েছে, দাবি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram