Darjeeling News: জঙ্গি হামলায় শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার দেহ এল দার্জিলিঙে, কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
Continues below advertisement
জঙ্গি হামলায় শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, বুধবার তাঁর দেহ এল দার্জিলিঙের বাড়িতে। ব্রিজেশের শেষযাত্রায় ভেঙে পড়ল ভিড়। ছেলে শহিদ হওয়ায় তাঁরা গর্বিত, জানিয়েছিলেন আগেই। এদিন ছেলের নিথর দেহ দেখে বাঁধ মানল না চোখের জল। কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন মা।
সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার। সঙ্গে ছিল জম্মু-কাশ্মীর পুলিশও। দু-পক্ষের লড়াইয়ে ৪ জন জওয়ান ও এক জন পুলিশকর্মী গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। তাঁদের মধ্যে ছিলেন ক্য়াপ্টেন ব্রিজেশ থাপাও। ডোডায় জঙ্গি হামলার দায় নিয়েছে কাশ্মীর টাইগার্স।
Continues below advertisement