ABP News

Abhishek Banerjee: নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার |ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার । 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা! । যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি-পোস্টারে পোস্টারে ছয়লাপ । 'অধিনায়ক অভিষেক', এবার কলকাতা জুড়ে নতুন পোস্টার । নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে পোস্টার । মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়ার আগেই অভিষেকের সমর্থনে পোস্টার । ছাব্বিশের ভোটকে সামনে রেখে রবিবার রণকৌশল বৈঠকের আগে পোস্টার । তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে অভিষেকের নামে পোস্টার

স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর

সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ।  সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর।  সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram