Car Accident: বছরের প্রথম দিন EM বাইপাসের অজয়নগর মোড়ে গাড়ি দুর্ঘটনা

Continues below advertisement

বছরের প্রথম দিন EM বাইপাসের অজয়নগর মোড়ে গাড়ি দুর্ঘটনা। আহত হন গাড়ির ২ আরোহী। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। অজয়নগর থেকে পাটুলি যাওয়ার পথে, EM বাইপাসের ওপর কালভার্টের পিলারে ধাক্কা মারে গাড়ি। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনওক্রমে রক্ষা পান এক মহিলা-সহ গাড়ির ৩ আরোহী। ২ জন আহত হওয়ায় তাঁদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় সার্ভে পার্ক থানার পুলিশ। চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram