Cash for Query: দুবাই থেকে প্রশ্ন আসতে পারে, কার সঙ্গে কথা জানা অপরাধ? মহুয়াকে বিঁধলেন নিশিকান্ত

'আজ যা  হয়েছে, তা সংসদীয় ইতিহাসের সবচেয়ে কালো দিন। দুবাইয়ে দর্শন হীরানন্দানির অফিস থেকে সংসদে প্রশ্ন করা হয়। সেই নিয়ে প্রশ্ন করার অধিকার কি নেই সংসদের? কার সঙ্গে কথা বলেছেন, জানতে চাইলেই ব্যক্তিগত পুরস্কার?' মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ নিয়ে মুখ খুললেন নিশিকান্ত দুবে (Nishikant Dubey)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola