CBI : গরুপাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে এবার শুল্ক দফতরের আধিকারিকরা
Continues below advertisement
গরুপাচার মামলায় (Cow smuggling Case) সিবিআইয়ের স্ক্যানারে এবার শুল্ক দফতরের কয়েকজন আধিকারিক। এই আধিকারিকরা এখন রবীন্দ্র সরণির জিএসটি অফিসে কর্মরত। সেই সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতেই রবীন্দ্র সরণির অফিসে তল্লাশি সিবিআইয়ের। চলতি সপ্তাহেই ৪ কাস্টমস অফিসারকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। 'এনামুল হক ও শেখ আবদুল লতিফের সঙ্গে যোগসাজশ ছিল এই আধিকারিকদের'। চার্জশিটে দাবি সিবিআইয়ের
Continues below advertisement