Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নথি সংগ্রহের জন্য বিকাশভবনে সিবিআই | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে বিকাশভবনে সিবিআই । নথি সংগ্রহের জন্য বিকাশভবনে সিবিআইয়ের চার অফিসার ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৬ জুন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই দিনাজপুর এবং মালদায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামীকাল ২৭ জুন থেকে ২৯ জুন ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে। জুন মাসের শেষ দিন, হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ৬ জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
মমতার সঙ্গে বৈঠকের পরে এবার দিল্লিতে অমিত শাহের কাছে অনন্ত মহারাজ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদের বৈঠক। ভোটের আগে থেকেই 'বেসুরো', দিল্লিতে শাহ-অনন্ত মহারাজ বৈঠকে জল্পনা।