Group D Scam: 'মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে', দাবি সিবিআইয়ের

Continues below advertisement

‘এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে’
‘তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে’
‘মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে’
হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির একটি মামলায় দাবি সিবিআইয়ের সিট প্রধান
‘যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাঁরা শুধু ফলের আশায় বসে আছেন’
‘তাঁরা জানতে চান না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল’
তাঁরা চায় নিয়োগপত্র, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
‘গত নভেম্বর থেকে শুধু র‍্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগের তদন্ত হচ্ছিল’
‘গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধারের পর ওএমআর শিটের বিষয়টি সামনে আসে’
‘আমরা সব নথি এসএসসিকে দিয়েছি’
‘এখন তাদের ঠিক করতে হবে তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে’
আদালতে সওয়াল সিট প্রধান শেনভির
‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন’
‘যা সাহায্য লাগবে আদালত করবে’
‘এই দুর্নীতির শেষ দেখা দরকার’
‘এই দুর্নীতিতে যুক্তদের কাউকে ছাড়া হবে না’
হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram