Job Scam : বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল থেকে উদ্ধার তথ্য ! কী পেল সিবিআই ?
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) দুটি মোবাইল থেকে উদ্ধার তথ্য। সাড়ে তিনশো পাতা তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এবার জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই।