Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে ECL-র জেনারেল ম্য়ানেজার ও সিভিল কন্ট্রাক্টরের CBI হেফাজত

West Bengal News: কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের জেনারেল ম্য়ানেজার ও সিভিল কন্ট্রাক্টরের সিবিআই হেফাজত। ইসিএলের ভিতরেও সক্রিয় কয়লা পাচার চক্র। ধৃতদের পেশ করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। নিজাম প্য়ালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়েছে। 

তাহলে কি রক্ষকই ভক্ষক? কয়লা পাচারকাণ্ডে ফের ECL-এর এক পদস্থ আধিকারিক গ্রেফতার হওয়ার পর উঠল এই প্রশ্ন। শুধু তাই নয়, আদালতে সিবিআই দাবি করল, ECL-এর ভিতরেও সমানভাবে সক্রিয় রয়েছে কয়লা পাচারচক্র। যে চক্রের পাণ্ডা ধৃত ECL-এরই জেনারেল ম্য়ানেজার। বৃহস্পতিবারই এই মামলায় ECL-এর কাজোরা অঞ্চলের জেনারেল ম্য়ানেজার নরেশকুমার সাহা এবং মিডলম্য়ান অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করে CBI। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি, কয়লা পাচারে সাহায্য় করতেন ধৃত ECL-এর পদস্থ আধিকারিক নরেশকুমার সাহা। অন্য়দিকে, কয়লা পাচারে মধ্য়স্থকারীর কাজ করতেন ধৃত মিডলম্য়ান পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। অশ্বিনীর মাধ্য়মে কয়লা পাচারের প্রায় ২০ লক্ষ টাকা নরেশের কাছে গেছে। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola