Jiban Krishna Saha: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল সিবিআই | ABP Ananda LIVE

Continues below advertisement

Jiban Krishna Saha: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল সিবিআই। 'তল্লাশির সময় প্রচুর নথি উদ্ধার হয়েছে। এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। কোটি কোটি টাকা তুলেছেন অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে। যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাঁদের টাকা পাঠানো হয়েছে। ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল সিবিআইয়ের। 'ফোন সিবিআই সিজ করেছিল, রোজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। রাগে ফোন পুকুরে ফেলে দেন, জামিন চেয়েও আদালতে দাবি জীবনকৃষ্ণর আইনজীবীর। 'তাই বলে পুকুরে ফেলবেন! যে যে নথি পাওয়া গেছে, সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়'। জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা বিচারকের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram