Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতির প্রশ্নের মুখে CBI-ED। ABP Ananda Live
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার প্রশ্নের মুখে সিবিআই-ইডি (CBI, ED)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Case) মামলায় আদালতে রিপোর্ট পেশ করল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করল সিবিআই। তদন্তে অগ্রগতি কোথায় ? সিবিআই কে প্রশ্ন আদালতের। সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে ? সিবিআই কে প্রশ্ন আদালতের। কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন ? সিবিআই কে প্রশ্ন আদালতের। অভিষেক-কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে, আদালতে দাবি সিবিআইয়ের। জেলের সিসিটিভি ফুটেজ আদালতের কাছে রয়েছে, না পেলে তদন্ত শেষ করা অসম্ভব, আদালতে জানাল সিবিআই। ইতিমধ্যে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আদালতে জানাল সিবিআই। এখনও পর্যন্ত ৩০০ কোটি দুর্নীতির সন্ধান পেয়েছি, আদালতে দাবি ইডি-র আইনজীবীর। জেলে কুন্তল ঘোষের ওপর নজর রাখবেন জেল সুপার। কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন জেল সুপার। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে, নির্দেশ আদালতের। 'প্রথমে কুন্তল ঘোষকে জেলের যে কক্ষে রাখা হয়েছিল সেখানে কোন সিসিটিভি ছিল না', পরে যেখানে স্থানান্তর করা হয় সেখানে সিসিটিভি ছিল, আদালতে দাবি সিবিআই-এর। একমাস পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে ইডি।