Tapas Saha: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের বিধায়ক তাসপ সাহাকে জিজ্ঞাসাবাদ সিবিআই-র | ABP Ananda Live
Continues below advertisement
Tapas Saha: রাতভর তল্লাশি, জিজ্ঞাসাবাদের পরও অবিচল ছিলেন তিনি। সোনা, টাকা, সম্পত্তি কিছুই তাঁর কাছ থেকে পাওয়া যায়নি বলে প্রকাশ্য়েই মন্তব্য করেছিলেন। তার পরই CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সেই আবহেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। তাপস তাঁকে ফাঁসিয়েছেন বলে দাবি প্রবীরের। যদিও তাপসের দাবি, নিজেকে বাঁচাতে এসব করছেন প্রবীর।
Continues below advertisement