Ananda Sakal i: SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করল CBI। Bangla News

Continues below advertisement

নবম-দশমে ৯৫২ জন শিক্ষক ভুয়ো সুপারিশপত্র পেয়েছেন। চাকরি করছেন ৮০০-র কাছাকাছি। SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করল CBI। এর আগে অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের বিষয়টি কার মস্তিষ্কপ্রসূত, তা নিয়ে প্রশ্ন তুলে, CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে রায় বহাল থাকে ডিভিশন বেঞ্চেও। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। যে মামলায়, সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার অর্থ অতিরিক্ত শূন্যপদের নেপথ্যে কোন মাথা, এখনই তা নিয়ে CBI তদন্ত হচ্ছে না। এই প্রেক্ষাপটেই বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, নিয়োগ দুর্নীতিকে থামানোর পরিবর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে! এটা বিস্ময়কর!!আগের নির্দেশ বদলে, স্কুল সার্ভিস কমিশনকে আপাতত অবৈধ ১৮৩ জন শিক্ষকের তালিকা প্রকাশ করতে বারণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram