Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সন্দেহভাজনের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলের নাম
Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সন্দেহভাজনের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর! দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিকের নাম আদালতে জানাল সিবিআই। 'এ তো সব মহাপুরুষ! এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের পর?' সিবিআইয়ের তালিকা দেখে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । এদের মধ্যে কয়েকজন বিধায়ক, কাউন্সিলর আছেন, কোর্টে জানাল সিবিআই। ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, হাম সব চোর হ্যায়, মন্তব্য সিবিআইয়ের আইনজীবীর । কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে, বিচারপতির প্রশ্নের মুখে জানাল সিবিআই