Militant News: পাকিস্তানি সেনাবাহিনীতে পাক চার? ভুয়ো নথি দিয়ে ব্যারাকপুরের সেনা ছাউনিতে চাকরি?

ABP Ananda Live: ITBP, অসম রাইফেলস, CISF, BSF, SSB পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি CBI-এর। কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা দিয়ে নিয়োগের মামলায় অন্তত ৩০ জনের নাম চিহ্নিত। আশঙ্কা জাল নথি জমা দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছে ওই ৩০ জন। কী নথি জমা দেওয়া হয়েছে, তার তথ্য চেয়ে পাঠাল CBI। রাজ্য সরকারের মহকুমা শাসকের অফিস এবং যারা SCST সার্টিফিকেট তৈরি করে তাদের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে । ব্যারাকপুরের প্রাক্তন SDO কে তলব করে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার একজন।

 

দু'দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো । হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ । বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে । তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো । আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola