CBI Raid BJP MLA House:পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের
Continues below advertisement
পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality Recruitment Scam) এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের (CBI Raid In BJP MLA Parthasarathi Chatterjee House)। বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের (BJP MLA Of Ranaghat North West) বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও সিবিআই।
Continues below advertisement