Anubrata Mondal's Relative : এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস সিবিআইয়ের
গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তত্পরতা। অনুব্রত-কন্যার সংস্থা, শিবশম্ভু রাইস মিলের পর, এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস দিল সিবিআই।
একসময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন রাজা। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষ চালকলেরও মালিক। নোটিস পাঠিয়ে তলব বীরভূম জেলার চালকল মালিক সংগঠনের সভাপতি ভরত ঘোষকেও।গতকাল সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubratamondal