CBI on Bikash Misra: কয়লাপাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন
Continues below advertisement
কয়লাপাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন। ৪ দিনের সিবিআই (CBI) হেফাজত শেষে জামিন। জামিন মঞ্জুর করল আসানসোলের বিশেষ আদালত। আদালতে কেস ডায়েরি জমা সিবিআইয়ের। ‘মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত কতদূর?’ সিবিআইয়ের কাছে জানতে চান বিচারক। ‘১৩ মে বিকাশ মিশ্র ও অনুপ মাঝিকে মুখোমুখি জেরা করা হয়েছে’, আদালতে জানায় সিবিআই (CBI)। অনুপ মাঝিকে চিনি না, দাবি বিকাশ মিশ্রের।
Continues below advertisement