Chitfund Case: চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই তল্লাশি, নজরে বীজপুরের বিধায়ক। Bangla News
হালিশহরের চেয়ারম্যানকে গ্রেফতারের পর চিটফান্ড কেলেঙ্কারিতে নজরে বীজপুরের বিধায়ক। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা। হালিশহরের জেটিয়ায় সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই তল্লাশি। তল্লাশি চলছে মঙ্গলদীপে বিধায়কের অফিসেও। নজরে সুবোধের ভাই কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর কমল অধিকারীও। রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও চিটফান্ড-যোগ অস্বীকার। চিটফান্ডকাণ্ডে হালিশহরের একাধিক জায়গায় চলছে সিবিআই-তল্লাশি
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Bijpur Chitfund Case