CBI: হাওড়ার শ্যামপুরে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে পৌঁছল সিবিআই | ABP Ananda LIVE
Continues below advertisement
CBI হাওড়ার শ্যামপুরে (Howrah Shyampur) তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে পৌঁছল সিবিআই (CBO)। জীবনকৃষ্ণর পুকুরকাণ্ডের পর তাপস সাহারও পুকুর-যোগ?। পুকুরপাড়েই কি নথি পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস?। তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড়ে পোড়া চিহ্ন!।পুকুরপাড় থেকে উদ্ধার তাপস সাহার নামে নথি। সিবিআই পৌঁছনোর ঘণ্টাখানেক আগে পুকুরপাড়ে ছিলেন তাপস, দাবি স্থানীয়দের।তেহট্টের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল। সিবিআই যাওয়ার আগে পুকুরপাড়ে কী করছিলেন তাপস? উঠছে প্রশ্ন
Continues below advertisement