Court Slams CBI : আদালতে দফায় দফায় ভর্ৎসিত CBI, 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি বিচারকের
নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে দফায় দফায় ভর্ৎসিত হল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভূমিকায় 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআইয়ের রিপোর্টেও ক্ষোভপ্রকাশ করেন বিচারক। অন্যদিকে, ময়নায় বিজেপি নেতার খুনের মামলায় পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।