
RG Kar News: কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি ও স্টেটাস রিপোর্ট জমা দিয়ে কী জানাল সিবিআই ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও আমাদের তদন্ত তাই বলছে।' কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি ও স্টেটাস রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল সিবিআই। যদিও কবে তদন্ত শেষ হবে, সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতির প্রশ্নে তারা জানায়, ঘটনার পরে তথ্যপ্রমাণ লোপাট-সহ অন্য অপরাধে কারা যুক্ত, সেটাই এখন দেখা হচ্ছে। অন্য়দিকে, আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় আজ শিয়ালদা আদালতে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তারা জানিয়েছে, তিনজনের ফোনের কল ডিটেলস তাদের নজরে আছে
আরও খবর....
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।
একদিনে পাঁচটা ! অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় । হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।