Municipal Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের CBI তলব
Continues below advertisement
Municipal Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়ায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব। আজ দুপুরে নিজাম প্যালেসে যাবেন ২ পুর-আধিকারিক, খবর শান্তিপুর পুরসভা সূত্রে। ২০১৮ সালে ১৮ জন পুর কর্মীর নিয়োগে দুর্নীতির অভিযোগ। যদিও, পুরপ্রধানের দাবি, ২০১৮ সালে কোনও নিয়োগই হয়নি শান্তিপুর পুরসভা। গত ৭ জুন সিবিআই-এর প্রতিনিধিরা শান্তিপুরে যান। নথিপত্রও সংগ্রহ করেন। এবার ২ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
Continues below advertisement