Mahua Moitra: আলিপুর, কৃষ্ণনগরের পর এবার করিমপুরে সিবিআই | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: আলিপুর, কৃষ্ণনগরের পর এবার করিমপুরে সিবিআই। মহুয়ার ৩ ঠিকানায় সিবিআই। লোকসভা ভোটের (lok sabha election)মুখে শহরে ফের CBI তৎপরতা। সূত্রের খবর, ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সূত্র ধরেই আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনের নিরাপত্তারক্ষীর দাবি, ফ্ল্যাটের মালিক ডি এল মৈত্র, মহুয়া মৈত্রর বাবা। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola