Belur Math:আজ শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্ম মহোৎসব, সেজেছে বেলুড় মঠ । Bangla News
Continues below advertisement
আজ বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে। রীতি অনুযায়ী প্রতিবছর শ্রী রামকৃষ্ণের জন্ম তিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। শ্রী শ্রী মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর নানা অনুষ্ঠান হবে। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে এদিন মঠ প্রাঙ্গণে মেলা বসে। করোনাকাল কেটে যাওয়ায় এবার বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে।
Continues below advertisement