Mamata Banerjee: গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে একতরফা সিদ্ধান্তের অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের

Continues below advertisement

ABP Ananda LIVE: গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে একতরফা সিদ্ধান্তের অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের । পশ্চিমবঙ্গ সরকার আগাগোড়াই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, দাবি কেন্দ্রের । 
'২৪ জুলাই, ২০২৩: গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে ভারতের কৌশল প্রণয়নে কমিটি গঠন' । 'কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদার এক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়'
'পর্যালোচনা প্রক্রিয়ায় রাজ্যের বক্তব্য ও ভাবনাচিন্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে' । 'কমিটিতে একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি থেকেই স্পষ্ট, রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে'
'চুক্তি সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে এড়িয়ে যায়নি কেন্দ্র' । পশ্চিমবঙ্গ সরকার আগাগোড়াই সমগ্র প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, দাবি কেন্দ্রের
'আগামী ২৫-৩০ বছরে গার্হস্থ্য ও শিল্পক্ষেত্রে আনুমানিক জলের চাহিদা সংক্রান্ত তথ্য পেশ কেন্দ্রের কাছে' । '৫ এপ্রিল কেন্দ্রীয় জল কমিশনকে জানান পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ দফতরের যুগ্মসচিব' । 'সেই তথ্য ভারত-বাংলাদেশ চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠকে পাঠানো হয়' । 'চুক্তির পর্যালোচনা সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করা হয়েছিল'
'রাজ্যের পাঠানো তথ্য গ্রহণ করে পর্যালোচনা প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণও সুনিশ্চিত করা হয়' । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দাবি কেন্দ্রীয় সরকারের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram