Water Distribution Tussle: জলবন্টন ইস্যুতে ক্রমেই বাড়ছে কেন্দ্র-রাজ্য জটিলতা। ABP Ananda Live
ABP Ananda Live: জলবন্টন ইস্যুতে ক্রমেই বাড়ছে কেন্দ্র-রাজ্য জটিলতা। ১৯৯৬ সালের গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়ে যে অভিযোগ রাজ্যের তরফে করা হচ্ছে, তা নস্যাৎ করে পাল্টা বিবৃতি দিয়েছে কেন্দ্র। এদিকে নিজেদের অবস্থানেই অনড় রাজ্য় সরকার।
১৯৯৬ সালের গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়ে , ক্রমশ বাড়ছে কেন্দ্র-রাজ্য সংঘাত। বাংলাকে না জানিয়ে জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের অভিযোগ তুলে, সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিও দেন তিনি। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, এই চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে ভারতের কৌশল প্রণয়নের জন্য ২০২৩ সালের ২৪ জুলাই একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদার একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়। পর্যালোচনা প্রক্রিয়ায় রাজ্যের বক্তব্য ও ভাবনাচিন্তাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধির অন্তর্ভুক্তি থেকেই তা স্পষ্ট।