Kolkata Metro Budget : কেন্দ্রীয় বাজেটে কলকাতার তিনটি মেট্রো প্রকল্পের মধ্যে দুটিতে বাড়ল বরাদ্দ
কেন্দ্রীয় বাজেটে কলকাতার তিনটি মেট্রো প্রকল্পের মধ্যে দুটিতে বাড়ল বরাদ্দ। জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে বরাদ্দ বাড়ছে প্রায় ৭০ শতাংশ। আগে এই প্রকল্পে বরাদ্দ ছিল ৭৯৪ কোটি, এবার বরাদ্দ ১৩৫০ কোটি।এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো রুটে বরাদ্দ বাড়ছে প্রায় ২৫ শতাংশ। আগে এই প্রকল্পে বরাদ্দ ছিল ৯০৪ কোটি, এবার বরাদ্দ হচ্ছে ১২০০ কোটি। সামান্য কমল ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ। আগে বরাদ্দ ছিল ১১০০ কোটি, এবার বরাদ্দ ১ হাজার কোটি। এই রুটে মেট্রোর কাজ শেষ পর্যায়ে, যা বরাদ্দ তা যথেষ্ট, মত আধিকারিকদের।