Awas Yojna: বেআইনিভাবে ঘর পেয়েছেন কারা? তালিকা নিল তদন্তকারী কেন্দ্রীয় প্রতিনিধি দল
Continues below advertisement
আবাস যোজনার তালিকায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠার মাঝেই আজ রাজ্যে এল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ৬ সদস্যের প্রতিনিধিদল। সকালে আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের অফিসে পৌঁছন ৩ কেন্দ্রীয় প্রতিনিধি। নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তা শৈলেশ কুমার। এরপর তাঁরা বেরিয়েছেন জেলা সফরে। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের তরফে কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে অভিযোগ জানানো হয়। কারা কারা বেআইনিভাবে আবাস-যোজনায় ঘর পেয়েছেন, তার তালিকাও তুলে দেওয়া হয় তদন্তকারী কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে। মালদাতেও পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধিদলের।
Continues below advertisement