Tiljala Child Murder : তিলজলাকাণ্ডের অনুসন্ধানে রাজ্যে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন
Continues below advertisement
তিলজলাকাণ্ডের অনুসন্ধানে রাজ্যে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, পুলিশের বেআইনি কাজের প্রতিবাদ করায় থানার ভিতরেই তাঁকে মারধর করেছেন ওসি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। নাবালিকা খুনের তত্ত্বতালাশে গিয়ে তিলজলায় এদিন সংঘাতে জড়িয়েছে দুই কমিশন।
Continues below advertisement