Chak Bhanga 6ta: ৮ মাস আগেই নাকি তাজপুর থেকে পাততাড়ি গুটিয়েছে আদানি নিজেই ! দাবি বিজেপির

রহস্য, সংশয়, কৌতূহল...তাজপুর নিয়ে যা গতকাল থেকে প্রতি মূহুর্তে বাড়ছে। আদানি সরে গেল নাকি সরানো হল এই নিয়ে যখন চাপানউতোর চলছে তখন বিস্ফোরক দাবি করেছে বিজেপি। ৮ মাস আগেই নাকি তাজপুর থেকে পাততাড়ি গুটিয়েছে আদানি নিজেই। অন্যদিকে গতকাল জগদ্দলে তৃণমূলকর্মী খুনের ঘটনা ঘটল কেন তা নিয়ে বড়ল ধন্দ, এবং ধন্দ বাড়ালেন স্বয়ং শাসক নেতারাই! এবং দেখাব আপনাদের শাসকের শাসানি, চোখ রাঙানির আরও এক নিদর্শন সামনে এল আজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola