Job Scam: চন্দন মণ্ডলকে আজ আদালতে পেশ করবে সিবিআই, দুর্নীতির মাথা কে ? মিলবে উত্তর ?

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিতে ধৃত চন্দন মণ্ডলকে (Chandan Mondal)আজ আদালতে পেশ করবে সিবিআই (CBI)।  সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতির মামলায় গত ৪ দিনে ৯ জন অভিযুক্তকে হেফাজতে নিয়েছে CBI!হদিশ মিলেছে প্রায় ১০ কোটি টাকার লেনদেনের! কিন্তু, চাকরি বিক্রির এই টাকা কাদের পেটে গেছে? মাথা কে? দুর্নীতির দাবা খেলায় বোড়দের তো ধরছে সিবিআই-ইডি, কিন্তু রাজা এবং মন্ত্রী কারা? কোথায় তারা? তাঁরা কি আড়ালেই থেকেই যাবে? কবে সেই মাথাদের কাছে পৌঁছবে CBI? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram